আমেরিকানরাও এবার কান খারা করে ট্রাম্প কে শুনেছে। তাদের subconscious mind যে লিংগ বৈষম্যে বিশ্বাসী, বিশ্বাসী গোড়া ধর্মবিশ্বাসে সেটাই প্রকাশ হয়ে এসেছে।

স্থান শ্যামলী ওভারব্রিজ

মাইকে আওয়াজ শোনা যাচ্ছে - ৩০০ টাকার লাইট মাত্র ১০০ টাকা শুধুমাত্র কম্পানির প্রচারের জন্য।

সেই মূহুর্তে কেন যেন সৃতি হাতড়াতে আরাম্ভ করলাম,  যে কোম্পানির প্রচারের জন্য ২০০ টাকে কমে লাইট বিক্রি করছে সেই কোম্পানিরর নাম টা আসলে কি?

(কারো মনে থাকলে জানাবেন প্লিজ)

আসলেই কি কখনো কোম্পানির নাম শুনেছি কিনা মনে করতে চাইলাম, নাহ আমার সৃতি শক্তি আমার সাথে বেইমানী করল, কিছুতেই মনে হল না কোম্পানির নাম।

শুধু একটা কথা কানে ভাসছে ৩০০ টাকার লাইট মাত্র ১০০ টাকা শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য।

এটা আসলে মার্কেটিং পলিসি, তারা কোনদিন কোম্পানির নাম না বলেই কোম্পানির প্রচার করছে, আসলেও তারা সফল, বিক্রি করছে শত শত লাইট, এটাই তো দরকার তাই না?

এবার আমেরিকার নির্বাচনেও ট্রাম্প এই একি পদ্ধতি Apply  করেছিল। উনি আমেরিকানদের মস্তিষ্ক কে রিপ্রোগ্রামিং করতে পেরেছিলেন।

আমেরিকান দের subconscious mind যা চায় তিনি সেটা বুঝতে পেরেছিলেন, বের করে আনতে পেরেছিলেন আমেরিকান দের Subconscious mind এর কথা।   আমরা যেমন সস্তাদরে ৩০০ টাকার লাইট ১০০ টাকা শুনলে কান খারা করে সেদিকে শুনি আমেরিকানরাও এবার কান খারা করে ট্রাম্প কে শুনেছে। তাদের subconscious mind যে লিংগ বৈষম্যে বিশ্বাসী, বিশ্বাসী গোড়া ধর্মবিশ্বাসে সেটাই প্রকাশ হয়ে এসেছে।

No comments

Powered by Blogger.