হিটলারের নাৎসি বাহিনী

মশারির মাঝে একটি মশা, ১০০ টি হিটলারের ১০০ টি নাৎসি বাহিনী থেকে ভয়ংকরী...!!!

সেটা আমি টের পাচ্ছি...!!!

উল্লেখ্য, গেস্টাপো ছিল নাৎসি জার্মানি এবং জার্মান অধিকৃত ইউরোপের গোপন পুলিশ বাহিনী।

১৯৩৩ সালে হারমান গরিং প্রথম এই বাহিনী গঠন করেন।

 ২০ এপ্রিল ১৯৩৪ সালের প্রারম্ভকালীন সময়ে, এটি এসএস জাতীয় নেতা, হাইনরিশ হিটলার প্রশাসনের অধীনে ছিল যিনি ১৯৩৬ সালে হিটলার দ্বারা জার্মান পুলিশ প্রধান (চেফ ডার ডয়েচ পোলিসেই) নিযুক্ত হয়েছিলেন। 

১৯৩৬ সালে, হিটলার এটি জিহারহাইপোলিসাইয়ের (জিপো) ("নিরাপত্তা পুলিশ") একটি বিকল্প কার্যালয়ে প্রণীত করেন। 

তারপর ২৭ সেপ্টেম্বর ১৯৩৯ সাল থেকে, এটি হাই সিকাহাইট পটাম্প (আরএসএইচএ) ("মুখ্য সিকিউরিটি অফিস") দ্বারা শাসিত হয় এবং জিহাহাইডিকন্স (এসডি) ("সিকিউরিটি সার্ভিস") একটি একই ধরণের প্রতিষ্ঠানের বিবেচিত ছিল। 



  • ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সালের মধ্যে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত নাৎসি বাহিনীর হাতে ৬০ লাখ ইহুদি নিহত হয়। এছাড়া এ গণহত্যার সময় আরো ৫০ লাখ অন্যান্য মানুষকেও হত্যা করা হয় বলে ইতিহাসবিদরা হলোকাস্টে নিহতের সংখ্যা ১ কোটি ১০ লাখের কথা উল্লেখ করেছেন। এই গণহত্যা যেমনি চলে জার্মানিতে তেমনি চলে জার্মানির অধিকৃত দেশ বা ভূখন্ডগুলো জুড়ে।

  • গেস্টাপো বাহিনীর নৃশংসতার কথা উল্লেখ করে ইতিহাসবিদ রুপার্ট বাটলারের বলেন, "১৯৩৩ সালে এটির সৃষ্টি থেকে মে ১৯৪৫ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত, নাৎসি নিয়ন্ত্রিত সীমানার মধ্যে কেউ জীবন্ত গেস্টাপো দর্শন করেছে তো সে প্রতিনিয়ত ভয় দ্বারা তাড়িত হয়েছে"।

হলোকাস্ট  (Holocaust) 

Holocaust শব্দটি এসেছে গ্রিক শব্দ holokaustos থেকে। আর holokaustos শব্দটি গঠিত গ্রিক শব্দ hólos (whole) এবং kaustós (burnt) একসাথে মিলে। হলোকাস্ট বলতে বুঝায় একটি জেনোসাইড বা গণহত্যাকে। ইতিহাস খ্যাত এ গণহত্যায় হিটলারের নাৎসি জার্মান বাহিনী ও এদের দালালদের হাতে নিহত হয় ৬০ লাখ ইহুদি। এ ছাড়া এ গণহত্যার সময় আরো ৫০ লাখ অ-ইহুদিকেও হত্যা করা হয় বলে ইতিহাসবিদেরা হলোকাস্টে নিহতের সংখ্যা ১ কোটি ১০ লাখের কথা উল্লেখ করে থাকেন। এই গণহত্যা যেমনি চলে জার্মানিতে, তেমনি চলে জার্মানির অধিকৃত দেশ বা ভূখণ্ডগুলোজুড়ে। আর এই হত্যাকাণ্ড চলে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত।


এক্সটার্মিনেশন ক্যাম্প

এক্সটার্মিনেশন ক্যাম্প বা ইহুদি নিধনশিবিরগুলোর আরেক নাম ছিল ডেথক্যাম্প। নাৎসি জার্মানেরা এই ক্যাম্প গড়ে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৩৯-৪৫)। এসব ক্যাম্পে লাখ লাখ ইহুদি হত্যা করা হতো প্রথমত গ্যাসচেম্বারে ঢুকিয়ে। তাদের প্রচুর কাজ করিয়ে ও একই সাথে খেতে না দিয়েও মৃত্যুর দিকে ঠেলে দেয়া হতো। 

No comments

Powered by Blogger.