আজ ১৯ নভেম্বর, পুরুষ দিবস। দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হওয়ার কোনো খবর আমার কাছে নেই! তবে দিবসটি উপলক্ষে অবহেলিত পুরুষদের জন্য আমাদের তরফ থেকে রয়েছে ‘বিশেষ’ সংগ্রহীত কবিতা
আজ ১৯ নভেম্বর, পুরুষ দিবস। দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হওয়ার কোনো খবর আমার কাছে নেই!
তবে দিবসটি উপলক্ষে অবহেলিত পুরুষদের জন্য আমাদের তরফ থেকে রয়েছে ‘বিশেষ’ সংগ্রহীত কবিতা ;)
পুরুষ দিবস
----------------------
পুরুষ মানেই অত্যাচারী-
এমন যাদের ধারণা,
তাদের বলি, বস্তাপচা
এই ধারণা ছাড়ো না!
শৈশবে মা, যৌবনে বউ,
অন্তে মেয়ের শাসনে
বন্দি পুরুষ। মরবে-যদি
এদের কথা না শোনে!
সফল লোকের পশ্চাতে ঠিক
আছেন কোনো নারী যে
আনন্দিত, ক্রুদ্ধ বা স্রেফ
বিস্মিত চোখ তারই যে!
নভেম্বরের উনিশ তারিখ
পুরুষ দিবস-জানো না?
বিষয়টা তো খুব সিরিয়াস-
আনন্দ না, ফানও না!
সবাই জানে বিশ্বজুড়ে
আজকে পুরুষ শোষিত
সাধেই কি আর দিনটা হলো
পুরুষ দিবস ঘোষিত!
তাই বলি কি ঘটা করেই
দিবসটা হোক পালিত
নইলে পুরুষ লোপ পাবে আর
জগৎ হবে খালি তো!
তবে দিবসটি উপলক্ষে অবহেলিত পুরুষদের জন্য আমাদের তরফ থেকে রয়েছে ‘বিশেষ’ সংগ্রহীত কবিতা ;)
পুরুষ দিবস
----------------------
পুরুষ মানেই অত্যাচারী-
এমন যাদের ধারণা,
তাদের বলি, বস্তাপচা
এই ধারণা ছাড়ো না!
শৈশবে মা, যৌবনে বউ,
অন্তে মেয়ের শাসনে
বন্দি পুরুষ। মরবে-যদি
এদের কথা না শোনে!
সফল লোকের পশ্চাতে ঠিক
আছেন কোনো নারী যে
আনন্দিত, ক্রুদ্ধ বা স্রেফ
বিস্মিত চোখ তারই যে!
নভেম্বরের উনিশ তারিখ
পুরুষ দিবস-জানো না?
বিষয়টা তো খুব সিরিয়াস-
আনন্দ না, ফানও না!
সবাই জানে বিশ্বজুড়ে
আজকে পুরুষ শোষিত
সাধেই কি আর দিনটা হলো
পুরুষ দিবস ঘোষিত!
তাই বলি কি ঘটা করেই
দিবসটা হোক পালিত
নইলে পুরুষ লোপ পাবে আর
জগৎ হবে খালি তো!
No comments