নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাক।

স্বামীর টুকটাক চারিত্রিক দোষ নিয়েও বাঙ্গালী মেয়েরা ঘর করেন। তলেতলে কী পরিমান ঘিন্না মেয়েটা পুষে সংসার করে, এই খোঁজ কেউ রাখেনা। রান্না বান্না, পতিসেবা, পরিবার সেবা ঠিকই করতে হয়।

অথচ এই বৌটাই অবস্থার শিকার হয়ে যদি কনামাত্র দোষী হয়েই যায়, তখন স্বামী হয়ে যান চরম চরিত্রবান। ভোগতে হয় আবার সেই বেচারীকেই।

... তাহলে কি সমাধান নেই??

...আছে।

এর একমাত্র সমাধান হলো মেয়েদের আর্থিক স্বচ্ছলতা এবং সাসাজিক সুস্থতা। একটা মেয়ে যখন আর্থিকভাবে স্বচ্ছল হবে। এবং সমাজে নিজের মত করে সসম্মানে নিরাপদে থাকতে পারবে। তখনই সংসার দুইতরফাই সুখের হবে।

এতে পুরুষেরও লাভ। কারন তখন সে নিশ্চিৎ যে আমার বউ আমাকে ভালোবাসে বলেই আমার সাথে আছে। তার কোথাও যাবার জায়গা নাই বলে যে আছে, তা না :)

No comments

Powered by Blogger.