ইতিহাস বারবার ফিরে আসে।

পৃথিবীটা ঘূর্ণায়মান, যেহেতু ঘূর্ণায়মান তাই বার বার ফিরে আসে একই জিনিস গুলো হয়তো কিছু মানুষ প্রত্যক্ষ দেখে যেতে পারে তার একজীবনের জীবদ্দশায় আর কেও পারেনা। প্রকৃতি যাদেরকে যোগ্য মনে করে তাদেরকে রেখে দেয় তাদের এই রীতিটা দেখার জন্য। অনেক আগে মানুষ একে অপরকে হত্যা করত নির্মম ভাবে, অনেক বছর পড়ে এখন আবার মানুষের সেই রূপ দেখা যাচ্ছে।

প্রতিটি মানুষ ই ভবিষ্যতের কথা ভাবে কেউ কম আর কেউ বেশি কিন্তু তার একটা দৃষ্টি সীমা আছে যার বাইরে থেকে বের হতে পারে শুধু অল্প কিছু মানুষ। সবাই যদি নিজের সাথেই নিজের প্রতিেযাগিতা করতো তবে সবার দৃষ্টি ভঙ্গি অন্য রকম হতে পারত কিন্তু আমরা তা না করে একে অপরের সাথে প্রতিেযাগিতায় লিপ্ত।

তাই বলে সবাই যে এই রকম তা বলছি না এই সমাজে অনেক মানুষ আছে যারা শুধু নিজেদের আলোয় অন্যদের আলোকিত করেছেন, করছেন। যদিও তা করা মোটেও সহজ ছিল না । আজ আপনি যখন ভালো একটি কাজ করা শুরু করবেন তখন কাওকে পাশে পাবেন না কিন্তু যখন তা দশজনের কাছে গ্রহনযোগ্যতা পাবে তখন দেখবেন আপনার চারপাশে তথাকথিত চাটুকার লোকজনের অভাব হবে না।

মানুষ চাইলেই পারে তার জীবনকে রঙ দিয়ে রাঙিয়ে দিতে আবার চাইলেই পারে অন্ধকার পথে চলে যেতে। যে শত কষ্টের মাঝেও আনন্দ খুঁজে নিতে পারে অন্যকে দিতে পারে তার তুলনা হয় না । আর যে পারে না সে শত আনন্দের মাঝেও নিজে খুঁজে পায় না একটু আনন্দ।

No comments

Powered by Blogger.