জীবনানন্দ দাস এর বনলতা সেন কি নারী না পুরুষ?


আজ হঠাৎ করেই মনে হল একটু কবিতা পড়ি।

পড়ে ফেললাম "বনলতা সেন"

কিন্তু মনের মাঝে খুঁত খুঁত করেছে।

আচ্ছা বনলতা সেন কি নারী ছিল? নাকি পুরুষ???

কবিতায় বনলতার যে বর্ণনা কবি দিয়েছেন তাতে তো বুঝা গেল না বনলতা নারী না পুরুষ....!!!

”অন্ধকার বিদিশার নিশার মত চুল” এবং “শ্রাবস্তীর কারুকার্যের মত মুখ” এবং “পাখীর নীড়ের মত চোখ” নারী/পুরুষ যে কারো থাকতে পারে। বরং দীঘল কেশ,কাজল-টানা চোখ এর কথা উল্লেখ থাকলে বনলতা সেন যে আসলেই একজন নারী তা নিশ্চিত হওয়া যেত।

So confusing.......... :3

No comments

Powered by Blogger.