কাদিয়ানীরা যেখানে উপাসনা করে সেটাকে মসজিদ বলা যাবে কি? আইন কি বলে?

 কাদিয়ানীদের ধর্ম কর্মের অধিকার: কাদিয়ানীদের ধর্ম কর্মের অধিকার আছে এবং তাহাদের ধর্ম স্থানের নাম মসজিদ বলা এবং উহার মধ্যে মুসলমানদের মত প্রার্থনা করা হয়েছে তাদেরকে বাধা দেওয়া যাইবে না। 

PLD 1978 Lah. 113 এই মামলায় এই বলা হয় কাদিয়ানীরা তাদের উপাসনালয় কে মসজিদ বলতে পারবে, এবং মুসলমানদের মত নামাজ পরতে পারবে।

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা অনুযায়ী এর প্রতিকার পাওয়া যাবে।

No comments

Powered by Blogger.