জালিয়াতি বা Forgery কি? দণ্ডবিধি ৪৬৩ ধারা।
রহিম একটা সাদা কাগজে তার পিতার স্বাক্ষর নকল করলো। রহিমের বড় ভাই করিম এই কারণে থানায় অভিযোগ জানালো। এটা কি জালিয়াতি হবে?
না এটা জালিয়াতি হবে না।
দন্ডবিধি ৪৬৩ ধারা অনুসারে যদি কোন ব্যক্তি জনসাধারণের বা কোন ব্যক্তি বিশেষের ক্ষতিসাধনের কিংবা কোন দাবি বা স্বত্ব প্রতিষ্ঠার কিংবা কোন ব্যক্তি কে তার সম্পত্তি ত্যাগে প্রকাশ্য বা অনুক্ত চুক্তি সম্পাদনে বাধ্য করবার কিংবা কোন প্রতারণা যাতে প্রতারণা বা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে, তার উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করে, তবে উক্ত ব্যক্তি জালিয়াতি করেছে বলে গন্য হবে।
অর্থাৎ জালিয়াতি হতে হলে অসৎ উদ্দেশ্য থাকতে হবে।
জালিয়াতির শাস্তি:
যদি কোন ব্যক্তি জালিয়াতি করে, তবে উক্ত ব্যক্তি দুই বছর পযর্ন্ত মেয়াদের যে কোন বর্ণনার কারাদন্ডে বা অর্থদন্ডে বা উভয়দন্ডে দন্ডিত হবে।
Hasanul Haque Mridul
Founder, Law Media Bangla
lawyermridul@gmail.com
No comments