স্ত্রী ইদ্দত কাল পালন না করলে ২য় বিয়ে হবে কি?


ইদ্দতকাল কি?

স্ত্রী ডিভোর্স প্রাপ্তা হলে অথবা তার স্বামীর মৃত্যু হলে যে সময়ের জন্য উক্ত স্ত্রীকে এক বাড়ীতে থাকতে হয় অন্যত্র যেতে পারে না বা অন্য কোও বিবাহ করতে পারে না তাকে “ইদ্দতকাল" বলে।

ইদ্দত পালন ছাড়া বিয়ে করতে পারবে কি?

ডিভোর্সের পর অথবা স্বামী মারা গেলে ইদ্দতকাল পালন করা ফরজ। স্বয়ং আল্লাহ তায়ালা কুরআনে এ বিষয়ে সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। তালাকপ্রাপ্তা নারীর ক্ষেত্রে পর্যন্ত চার মাস দশ দিন ইজ্জত পালন করা ফরজ। পালন করা ছাড়া একজন নারীর পরবর্তী বিয়ে বৈধ না। 

সূরা বাকারার ২২৮ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন:
২:২২৮ وَ الۡمُطَلَّقٰتُ یَتَرَبَّصۡنَ بِاَنۡفُسِهِنَّ ثَلٰثَۃَ قُرُوۡٓءٍ ؕ وَ لَا یَحِلُّ لَهُنَّ اَنۡ یَّکۡتُمۡنَ مَا خَلَقَ اللّٰهُ فِیۡۤ اَرۡحَامِهِنَّ اِنۡ کُنَّ یُؤۡمِنَّ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ وَ بُعُوۡلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیۡ ذٰلِکَ اِنۡ اَرَادُوۡۤا اِصۡلَاحًا ؕ وَ لَهُنَّ مِثۡلُ الَّذِیۡ عَلَیۡهِنَّ بِالۡمَعۡرُوۡفِ ۪ وَ لِلرِّجَالِ عَلَیۡهِنَّ دَرَجَۃٌ ؕ وَ اللّٰهُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۲۸

Divorced women remain in waiting for three periods, and it is not lawful for them to conceal what Allah has created in their wombs if they believe in Allah and the Last Day. And their husbands have more right to take them back in this [period] if they want reconciliation. And due to the wives is similar to what is expected of them, according to what is reasonable. But the men have a degree over them [in responsibility and authority]. And Allah is Exalted in Might and Wise. Sahih International 

আর তালাকপ্রাপ্তা স্ত্রীগণ তিন রজঃস্রাব কাল প্রতীক্ষায় থাকবে। আর তারা আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখলে তাদের গর্ভাশয়ে আল্লাহ্‌ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে হালাল নয়। আর যদি তারা আপোষ-নিষ্পত্তি করতে চায় তবে এতে তাদের পুনঃ গ্রহণে তাদের স্বামীরা বেশী হকদার। আর নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের; আর নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে(২)। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

বিস্তারিত ভিডিওতে:

লেখক
Hasanul Haque Mridul 
Legal Practitioner, Bangladesh
Founder, Law Media Bangla 


No comments

Powered by Blogger.