Res judicata ও Sub Res Judicata কি? What is res judicata?


Res judicata  Sub Res Judicata কি?

রেস জুডিকাটা একটি ল্যাটিন টার্ম যার খাঁটি বাংলা দোবারা দোষ। নাম শুনেই বোঝা যায় কোন কিছুকে দুইবার করা বোঝানো হয়েছে।

আইনের ছাত্র বা ছাত্রীর কাছে এই দুটি টার্ম খুবি পরিচিত। তবে অনেকেই এখনো এই টার্মটির অর্থ বুঝতে পারেন নি ভালভাবে। আমি আজ টার্ম দুটিকে সংক্ষিপ্ত সাবলীল ভাবে বুঝাতে চেষ্টা করব। এর পর আর ভুলবেন কেউ।

Res Judicata (Section: 11 of THE CODE OF CIVIL PROCEDURE, 1908)

রেস জুডিকাটা হল এমন কোন মামলা বা বিচার্য বিষয় কোর্ট আমলে নেবে না যেখানে:
বিষয়টি আগে কোন কোন কোর্ট সরাসরি বা উল্লেখযোগ্য ভাবে শোনা হয়েছে (বিচারের জন্য গ্রহণ করা হয়েছে) এবং চূড়ান্ত ভাবে আদালত কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তবে এই নিয়মে পড়তে হলে নিচের বিষয় গুলো ঠিক থাকতে হবে।

. পূর্ববর্তী মামলা এবং নতুন মামলা সকল পক্ষ একই হতে হাবে
. পূর্ববর্তী মামলার এবং নতুন মামলার শিরোনাম / বিষয়বস্তু একই হতে হবে।
. পূর্ববর্তী কোর্টকে যথাযোগ্য হতে হবে।

Res sub judice  (Section: 11 of THE CODE OF CIVIL PROCEDURE, 1908)

যখন কোন মামলা কোন কোর্ট বিচারাধীন থাকে তখন সেই বিষয়ে অন্য কোন কোর্ট আর কোন মামলা নেবে না। তবে এই নিয়মে পড়তে হলে নিচের বিষয় গুলো ঠিক থাকতে হবে।

. পূর্ববর্তী মামলা এবং নতুন মামলা সকল পক্ষ একই হতে হাবে
. পূর্ববর্তীমামলার এবং নতুন মামলার শিরোনাম / বিষয়বস্তু একই হতে হবে।
. পূর্ববর্তী কোর্টকে যথাযোগ্য হতে হবে।



THE CODE OF CIVIL PROCEDURE, 1908

No comments

Powered by Blogger.