১৬ সালের সবচেয়ে আলোচিত সমালোচিত কিছু ছবি

ক্যালেন্ডারের পাতা ওল্টানোর আগে ২০১৬ সালে বিশ্বকে নাড়িয়ে দেওয়া খবরের ছবিগুলো আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে রয়টার্স। 

সিরিয়ায় বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে বেঁচে যাওয়া ওমরান দাকনিশ। অগাস্টে অ্যাম্বুলেন্সের সিটে তার ধুলোমাখা রক্তাক্ত মুখের ছবি থমকে দিয়েছে বিশ্বকে ।

ফ্রান্সের নিস নগরী। ১৪ জুলাই বাস্তিল ডের উৎসবে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে হত্যা করা হয় ৮৬ জনকে, যার দায় স্বীকার করে আইএস। 

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৮ অগাস্ট উদ্ধার পায় সিরিয়ার এই শরণার্থী শিশুটি, স্পেনের একটি জাহাজে করে তাকে নেওয়া হয় তীরে। 


ভূমধ্যসাগরে ডুবতে ডুবতে বেঁচে গেছেন তিনি। লিবিয়া উপকূলে এক উদ্ধারকারী জাহাজে তার ভাগ্যে জুটেছে বিস্কুট। 


এপ্রিল ২৮, সিরিয়ার আলেপ্পো। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় চলছে বিমান হামলা। 

সিরিয়ার দুমা। হুইলচেয়ারে বসা বাবার চিকিৎসার জন্য অর্থ যোগাড় করতে মেয়ের মরিয়া চেষ্টা। 

ওহিওতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে এক খুদে সমর্থক। তার আশা পূরণ হয়নি শেষ পর্যন্ত। 

১৪ নভেম্বর রাতে উদিত হল সুপার মুন; কাজাখস্তানের বাইকোনূর কসমোড্রুমে উৎক্ষেপণের অপেক্ষায় একটি সয়ুজ এমএস-০৩ 

আগুনের ফুল! অক্টোবরে ইউক্রেইনের কিয়েভে চলছে সামরিক মহড়া। 

পাকিস্তানের পেশওয়ারে এপ্রিলে আকস্মিক বন্যা। ভেসে যাওয়া দোকানের মাল বাঁচাতে মরিয়া চেষ্টা এক দোকানীর। 

তুরস্কের রাজধানী আংকারায় ২০ ডিসেম্বর সন্ধ্যায় এক প্রদর্শনীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রুশ রাষ্ট্রদূতকে। 

তেল আবিবের সৈকতে ২১ অগাস্ট দেখা গেল এই বিপ্রতীপ চিত্র। 

ব্রেক্সিট ভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের পক্ষে রায় দিল যুক্তরাজ্যের মানুষ। ১৩ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ১০ ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবন থেকে পরিবার নিয়ে বেরিয়ে গেলেন ডেভিড ক্যামেরন। 

সিরিয়ার দুমা। ২৩ নভেম্বর বিমান হামলার মধ্যে প্রাণ বাঁচাতে ছুটছেন এক সিভিল ডিফেন্স সদস্য। 

চীনের হুনান প্রদেশের অ্যাভাটর পর্বতমালায় একটি গিরিখাতের দুই প্রান্ত জুড়ে তৈরি হয়েছে ৪৩০ মিটার দীর্ঘ কাঁচের এই সেতু। 

অক্টোবরে ঘূর্ণিঝড় ম্যাথুর তাণ্ডবের পর কিউবার গুয়ানতানামো প্রদেশ। 

ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতের দিতে তাকিয়ে? 




Source : bdnews24

No comments

Powered by Blogger.