আমি একটা জিনিস বুঝি না মেয়েরা কেন পাকিস্তান নামক দেশটাকে এত পছন্দ করে!

আমি একটা জিনিস বুঝি না মেয়েরা কেন পাকিস্তান নামক দেশটাকে এত পছন্দ করে!


যতজন ছেলে পাকিস্তানি মেয়েদের নিয়ে মাতামাতি করে তার চেয়ে হাজারগুন বেশি মেয়ে পাকিস্তানি ছেলে বলতে পাগল হয়ে যায়।

 কিন্তু ব্যাপারটা উল্টো হওয়ার কথা ছিলো না?

মেয়েদেরই তো উচিত ছিল পাকিস্তানীদের তুলনামূলক বেশি ঘৃণা করার, এমনকি যার বেসিক টেক্সটবুক জ্ঞান আছে তারও।

আমাদের স্বাধীনতা যুদ্ধটা এতটাই বিভৎস ছিল যে পাকি সৈন্যদের উপর সরাসরি আদেশ ছিল যতজন নারীকে পারা যায় ধর্ষন করে প্রেগনেন্ট বানানো। এই তথ্যটা জানার সাথে সাথেই তো একজন মেয়ের সেই দেশের ছেলেদের ছবি নিয়ে মাতামাতি করা তো দূরের কথা ঘৃণায় বমি চলে আসা উচিত।

এরা তাহলে কিভাবে আফ্রিদি ডাক্রিদি করতে করতে পাগল হয়ে যায়? কিভাবে?

নাকি এরা সেই বিখ্যাত উক্তিতে বিশ্বাসী - "ধর্ষণ যেখানে নিশ্চিত, উপভোগ করাই শ্রেয়"???

No comments

Powered by Blogger.