বন্ধু নির্বাচনে আমি যে বিষয়গুলো খেয়াল করি

বন্ধুত্বের যোগ্যতা যাচাইয়ে নিচের বিষয়গুলি আবশ্যকঃ


  • পারস্পরিক বিশ্বাস
  • একে অপরের সঙ্গ উপভোগ করা
  • সহানুভূতি থাকা
  • পারস্পরিক চিন্তাভাবনা ও মূল্যবোধের গুরুত্ব দেওয়া, কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকা, মানসিক সমর্থন দেওয়া
  • অন্যের ভাল কীভাবে হবে এই বাসনা থাকা
  • কঠিন সত্যের স্বীকার করে হলেও নিজের সততার প্রমাণ দেওয়া।
  • প্রয়োজনে সবার জন্য ইতিবাচক, গভীর কোন সিদ্ধান্তে পৌছাতে নিজেদের মধ্যে সমঝোতা করা
  • তুমি কি করতেছ এটা নিয়ে বন্ধুদের মধ্যে কোন সংশয় না থাকা।
  • একে অপরের সাথে ঝগড়া করলে বা মনে কষ্ট দিয়ে থাকলে, সহনোভুতির সাহয্যে তা মিটিয়ে ফেলা।

No comments

Powered by Blogger.