তালাক দিতে কি কি কাগজপত্র লাগে?

যখন স্বামী স্ত্রীর ভেতরে বনিবনা হয়না বা সংসার করা সম্ভব হয় না তখন স্বামী স্ত্রী আলাদা বসবাস করার বা একে অপরকে ছেড়ে যাওয়ার চেষ্টা করে বা চিন্তা করে থাকে এটাকেই ইসলামী শরীয়ত মোতাবেক তালাক বলা হয়। 



তালাক হল সবচেয়ে অপছন্দনীয় জায়েজ আল্লাহতালা বলেন -

আজকে আলোচনা করব তালাক দিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়। 

জিজ্ঞেস করে থাকেন যে তালাক দিতে চাই কিন্তু তালাক দিতে কি কি কাগজপত্র লাগে বা কিভাবে তালাক দিব? 

তো চলুন শুরু করি জেনে নেই কিভাবে তালাক দেওয়া যায় এবং তালাক দিতে কি প্রয়োজন হয়। 

বর্তমান নিয়ম অনুযায়ী বা বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী তালাক দেওয়ার জন্য প্রথমেই আপনাকে কাজী অফিসে যেতে হবে অথবা একজন এডভোকেট এর নিকট যেতে হবে। 

সেখানে যে স্ত্রী যদি হয় স্বামীর নিকট এবং স্বামী যদি হয় তাহলে স্ত্রীর নিকট একটা তালাকের নোটিশ পাঠাতে হবে। আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু কাজী কে যেয়ে বলবেন যে আমি তালাক দেবো। তাহলে আপনাকে শুধু একটা ঠিকানা দিতে হবে যে ঠিকানায় তালাকে নোটিশ যাবে অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামী যে ঠিকানাতে থাকে সেই ঠিকানাটা দিতে হবে। 

আপনি যখন ঠিকানা দিবেন তখন কাজী সেই ঠিকানাতে নোটিশ প্রস্তুত করে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে আপনার কাজ শেষ আপনার কাজিকে শুধু তার যে সম্মানিতা রয়েছে অর্থাৎ তার যে খরচটা রয়েছে সেটা দিয়ে দিবে।

জেনে রাখা ভালো :

তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন পর্যন্ত আপনারা চাইলে পুনরায় আবার ঘর-সংসার শুরু করতে পারেন অর্থাৎ তালাকের নোটিটা ফেরত নিতে পারেন।

কিন্তু ৯০ দিন যদি পার হয়ে যায় তাহলে আপনি আর তার সাথে সংসার করতে পারবে না। 


No comments

Powered by Blogger.