বি সি এস এর প্রস্তুতি

প্রথমে বলে নেই আমি কোন ক্যাডার না…৩৬ এর ফাইনাল রেজাল্ট এর জন্য অপেক্ষা করছি…৩৬,৩৭ প্রিলি পাশ করার অভিজ্ঞতার ভিত্তিতে এই লিখা…অনেকেই ৩৮ তম প্রিলির জন্য বই এর লিস্ট জানতে চাচ্ছে…কি পড়ব ,কিভাবে পড়ব তা জানতে চাচ্ছে…বারবার অনেককে বলার চেয়ে একটা পোস্ট দিয়ে সেটা দেয়ার ট্রাই করলাম…
এর বই ই পড়েছিলাম …২/৩ টা সিরিজ পড়তে পারলে ভালো…যেহেতু এখন সময় কম তাই ইফেক্টিভলি কোন বই গুলো ভালো হবে সেগুলোই উল্লেখ করছি…সাথে সংক্ষেপে প্রত্যেকটা সাবজেক্টের উপর সাধারন আলোচনা করছি…সো লিখাটা একটু বড় হয়ে যেতে পারে…যাদের দরকার তারাই শুধু ধৈর্য নিয়ে পড়েন…
প্রিলিতে প্রায় ২.৫ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এর মধ্যে ১০/১২ হাজার পরীক্ষার্থী রিটেন এর টিকেট পাবে। এজন্য একটু বুঝে শুনে ক্যালকুলেটিভ পড়াশুনা না করলে পাশ করাটা টাফ…এটা ফার্স্ট হওয়ার পরীক্ষা না…সব ই আমাকে পারতে হবেনা…কিছু প্রশ্ন কঠিন থাকবেই সেগুলো না পারলেও তেমন প্রব্লেম নাই …আর যেগুলো সবাই পারবে এগুলো ভুল করা যাবেনা …নিজের দুর্বল ও সবল দিক এগুলো বিবেচনায় নিয়ে প্রিপারেশন নিতে পারলে ভাল করা পসিবল…
অনেকে ভাল প্রিপারেশন থাকা স্বত্ত্বেও ২ ঘন্টার সঠিক টাইম ম্যানেজমেন্ট করতে না পারার কারনে বাদ যায়…সো বাসায় বসে টাইম ধরে মডেল টেস্ট দিয়ে কোন সাবজেক্ট আগে উত্তর করলে ভাল হবে এগুলো আগেই মেন্টালি ঠিক করে যেতে হবে. এসব পরীক্ষায় প্রিপারেশনের শেষ বলে কিছু নেই…পুরোপুরি সেটিসফাইড হয়ে পরীক্ষা হলে যায়, এমন
লোক একজনও নেই। এই যে সেটিসফায়েড না হওয়া, এটাই আপনাকে পথে রাখবে… তাই কনফিডেন্ট হোন…
অনেকেই যেই ভুল টা করে প্রিপারেশন এর শুরুতেই সাধারন জ্ঞান পড়া শুরু করে দেয়…হাবিজাবি দুনিয়ার জিনিস মাথায় নেয়…যেগুলো আদৌ তেমন দরকার হয়না…শুরুই করে আজকের বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স , কারেন্ট ওয়ার্ল্ড টাইপ বই দিয়ে…কিন্তু কাজের পড়া কিছুই হয়না… . আমার মতে সবচেয়ে কম সময় এই সিগমেন্ট এ দেয়া উচিত…সবার ই এসব পড়তে হয়ত ভাল লাগতে পারে…অনেক কিছু জানি বলে খুশিতে গদগদ হওয়ার কিছু নাই …
পিএসসি প্রিলির জন্য একটা সিলিবাস দিছে …১০ টি সাবজেক্টের উপর ২০০ মার্কসের পরীক্ষা হবে…এখানে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, বাংলা, ইংরেজি এই সাবজেক্টের প্রিপারেশন এর উপর আপনার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করবে…তাই প্রস্তুতি নেয়ার সময় এই সব সাবজেক্টের উপর বেশি টাইম দিতে হবে…
১) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৩০)ঃ এটা আসলে প্রিভিয়াস বেসিকের উপর নির্ভর করবে…যারা ম্যাথ এ স্ট্রং তারা অল্প পরিশ্রমেই এখানে ভাল মার্কস পেতে পারে…যারা দুর্বল তারা সময় নিয়ে নিজে নিজে সলিউশন না দেখে ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে…আর একটা ব্যাপার আছে অনেকেই ম্যাথ পারে বাট অনেক সময় লাগে… এই পারা না পারা সেইম কথা …সো কম সময়ে শর্ট এ কিভাবে করা যায় তার প্র্যাকটিস করতে হবে…যারা এখানে ফুল মার্কস পাবে তারা প্রিলি পাশ এর দৌড়ে অনেক এগিয়ে থাকবে।
>>>মাধ্যমিক এর বোর্ড বই (৬ষ্ঠ থেকে ৯ম ),
>>> প্রফেসর এর গাইড বই + অ্যাসিউরেন্স ডাইজেস্ট
>>> প্রিভিয়াস ইয়ার এর সব প্রশ্ন সলভিং
২) সাধারণ বিজ্ঞান (১৫)ঃ
প্রিলি হল জাস্ট পাশ করার পরীক্ষা , রিটেন দেয়ার পাসপোর্ট… এর কাছে ওর কাছে শুনে অন্ধের মতো না পড়ে একটু বুঝেশুনে প্রিপারেশন নিলে পাশ করা সহজ…। এক্ষেত্রে সবকিছু পড়ে বেশি খুশি হওয়ার অভ্যেস বাদ দিতে হবে। এক্ষেত্রে আমি সুশান্ত ভাইয়ের একটা কথা ফলো করতাম …কী কী পড়বেন, সেটা ঠিক করার চাইতে গুরুত্বপূর্ণ হল, কী কী বাদ দিয়ে পড়বেন সেটা ঠিক করা। যাকিছুই পড়ুন না কেন, আগে ঠিক করে নিন, সেটা পড়া আদৌ দরকার কিনা ।সেটা বুঝার জন্য অনেক বেশি প্রিভিয়াস এর প্রশ্ন পড়তে হবে…
>>>সাধারণ বিজ্ঞান বোর্ড বই (৯ম-১০ম শ্রেণি)
>>>প্রফেসর এর গাইড বই …কেউ চাইলে MP3 এর টাও নিতে পারে
>>> অ্যাসিউরেন্স ডাইজেস্ট
৩) বাংলা ভাষা ও সাহিত্য(৩৫) ঃ
সাহিত্য পার্ট এ কিছু মার্কস ছুটবে এটা মাথায় রেখেই প্রিপারেশন নিতে হবে…প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করে গুরুত্বপূর্ণ সাহিত্যিক বাছাই করে এগুলো পড়তে হবে… প্রাচীন ও মধ্যযুগ ভাল করে পড়ে আধুনিক যুগ থেকে রিটেন এর পুরনো সিলেবাস এ যে ১১ জন সাহিত্যিক এর নাম আছে এগুলো ভাল করে পড়ে ,মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু লেখকের সাহিত্য, পঞ্চপান্ডব এর সাহিত্যকর্ম, শরৎচন্দ্র, , ৩-বন্দ্যোপাধ্যায় তাছাড়া রিসেন্ট কোন সাহিত্যিক মারা গেলে তার সাহিত্যকর্ম এভাবে বাছাই করে পড়া যায়…
>>> বাংলা ব্যাকরণ বোর্ড বই ৯ম-১০ম শ্রেণি
>>> সৌমিত্র শেখরের জিজ্ঞাসা
>>> Mp3 গাইড বই ,অ্যাসিউরেন্স ডাইজেস্ট
৪)English Language & Literature(35) :যেকোন ভাল গ্রামার বই যেইটা আপনি আগেই পড়েছিলেন সেই বই থেকে টপিক্স ধরে ধরে শেষ করা…তারপর competitive exams নামে একটা বই আছে ঐখান থেকে চাপ্টার ওয়াইজ প্রচুর প্র্যাক্টিস করা…synonym , antonym, analogy এই সিগমেন্ট এ কিছু মার্কস ছুটবে এখানে বেশি টাইম দিয়ে তেমন কিছু কম সময়ে হবেনা…যারা এই পার্ট এ আগে থেকে দখল বেশি তারা কিছু মার্কস বেশি পাবে…কিছু অনেক কঠিন থাকে যেগুলো পড়েও তেমন লাভ হয়না…আর কিছু জিনিস এমনিই পারা যায়…এখানে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন , psc এর রিসেন্ট পরীক্ষার প্রশ্ন গুলো সলভ করলেই কিছু কমন পাওয়া যায়…সো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই…
Literature part এ ফুল মার্কস পাবোনা এটা মাথায় রেখেই প্রিপারেশন নিতে হবে…MP3 ,ওরাকল এই দুইটা বই মিলিয়ে প্রিপারেশন নেয়া যায়….periods of English literature, কোন সাহিত্যিক রে কি বলে , literary terms এগুলো ভাল করে পড়লেই ৩/৪ মার্কস পাওয়া যায়…তারপর Romantic period টা ভাল করে পড়া…eligabethan period এর মধ্যে Shakespeare ভাল করে পড়া…then victorian period তারপর কোনরকমে হালকা পাতলা করে অন্যগুলো পড়া.. এভাবে প্রিপারেশন নিলে ও ৮/৯ মার্কস ইজিলি পাওয়া যাবে…
English paper পড়ার অভ্যাস করতে হবে…er editorial page থেকে daily একটু একটু পড়ার অভ্যাস করা যেটা রিটেন এ গিয়ে কাজে দেবে…বাট এখন থেকে না পড়লে রিটেন এ গিয়ে ধরা খেতে হবে…
>>> English for competitive exams
>>> যেকোন ভাল একটা গ্রামার বই
>>>ওরাকল গাইড বই
>>> Mp3 গাইড
>>> Assurance Digest
৫)কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (১৫)ঃ
প্রফেসর এর বিজ্ঞান বই এ এই পার্ট টা আছে …ঐটার সাথে assurance digest টা মিলিয়ে পড়লেই হয়…সাথে reference বই হিসেবে Easy Computer, একাদশ শ্রেণির মজিবুল হকের কম্পিউটার ও তথ্য প্রযুক্তির একটা বই আছে এগুলো দেখা যেতে পারে…
৬)ভূগোল , পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (১০) ঃ বাংলাদেশ ও আন্তর্জাতিক এর প্রিপারেশন নিলে ভূগোল এর প্রিপারেশন অনেকটাই হয়ে যায়।
>>> ভূগোল ও পরিবেশ বোর্ড বই (৯ম -১০ম শ্রেণি)
>>>প্রফেসর এর বিজ্ঞান বইটা ঐখানেই আছে
>>> Assuarance digest
৭)বাংলাদেশ বিষয়াবলি (৩০)ঃ
১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের পার্ট টা ভাল করে পড়া…এর আগের অংশ কেউ স্কিপ করতে চাইলেও করতে পারে…প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন ও রিটেন এর প্রশ্ন দেখে সংবিধানের কোন ধারা গুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো ভাল করে পড়া…বাজেট , অর্থনৈতিক সমীক্ষার ইম্পর্টেন্ট ডাটা গুলো একটু ভাল করে পড়া…আর বাকিসব সিলিবাস দেখে টপিক্স ওয়াইজ শেষ করে ফেলা…প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন প্রচুর পড়তে হবে…ঐখানে সলিউশন এর নিচে কিছু ব্যাখ্যা থাকে…সেগুলো ভাল করে পড়তে হবে…একটা জিনিস মাথায় রাখতে হবে যে বইটা পড়ছি সেইটা লেটেস্ট কিনা…তথ্য আপডেইটেড আছে কিনা…অন্ধভাবে কোন কিছু বিশ্বাস করা যাবেনা…গুগল এ সার্চ দিয়ে আপডেইটেড তথ্য জেনে নিতে হবে…এই কষ্টটা করতেই হবে…নইলে আগের তথ্য পড়ে পরীক্ষায় উত্তর করে নেগিটিভ মার্কস পেতে হবে…
>>> প্রফেসর এর গাইড বই…
>>> Assuarance digest
>>> বাংলাদেশের মূল সংবিধান
৮ ) আন্তর্জাতিক বিষয়াবলি(২০) ঃ
অনেকেই বিসিএস প্রিপারেশন এ ম্যাক্সিমাম টাইম দেয় এই সাধারণ জ্ঞান এসব পড়তে … কিন্তু কাজের কাজ কিছুই হয়না…মুদ্রা , রাজধানীর নাম মুখস্থ করতে করতে ফেনা তুলে ফেলে…শুরুই করে আজকের বিশ্ব টাইপ বই দিয়ে…কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড টাইপ পড়তে পড়তে জান শেষ…..যেগুলো জানা জরুরি, ভাল মার্কস পেতে সহায়তা করবে জাস্ট ঐগুলোই পড়া…
এটার ক্ষেত্রেও সেইম কথা প্রযোজ্য…সব তথ্যই নেট থেকে সার্চ দিয়ে আপডেইটেড তথ্য জেনে নিতে হবে..প্রিভিয়াস এর প্রশ্ন ব্যাখ্যা সহ ভাল ভাবে পড়া….যাই পড়ছি ম্যাপ টা সামনে নিয়ে ঐ এলাকার ভৌগোলিক অবস্থান খেয়াল করে পড়লে ইজিলি মনে থাকে…
>>> zahid’s special world map
>>>প্রফেসর গাইড
>>> assurance digest
৯) নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০) ঃ
এই সিগমেন্ট এ বেশি পড়েও তেমন লাভ নাই…অনেক কনফিউজিং প্রশ্ন থাকে …তাই কম উত্তর করাই ভাল…সবগুলোই সঠিক মনে হয়…কমন সেন্স ইউজ করে এই পার্ট এ মোটামুটি ভাল করা যায়…প্রফেসর ও ডাইজেস্ট এ যতটুকু আছে অতটুকু একটু দেখে গেলেই হবে…
শেষ কিছু কথা…পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে…খেলার পেইজ, বিনোদন পেইজ এইসব না…সম্পাদকীয়, বাণিজ্য ও অর্থনীতি, আন্তর্জাতিক পেইজ গুলো ভাল করে পড়তে হবে…সব পড়তে হবে তা না…কোন নিউজ টা ইম্পর্টেন্ট বুঝে শুনে পড়তে হবে…সম্পাদকীয় পড়তে গেলে বিরক্ত লাগতে পারে…সেজন্য ধৈর্যের লেভেল বাড়াইতে হবে…কয়দিন পর এমনি বড় বড় সম্পাদকীয় পড়তেও মজা লাগবে..একটা বিষয় নিয়ে নন স্টপ লেখার ক্যাপাবিলিটি তৈরি হবে….যেটা রিটেন এ গিয়ে অনেক কাজে দেবে…
মেন্টালি অলটাইম পজিটিভ থাকুন…নেগেটিভ চিন্তা কম করুন…অন্যের কথায় কান না দিয়ে নিজের ব্রেইন ইউজ করে একটু টেকনিক্যালি পড়ুন… ক্যাডার হতে হলে পরিশ্রম, ধৈর্য, জ্ঞান এর পাশাপাশি একটু ভাগ্য ও লাগবেই…তাই বিনয়ী থাকুন… ভাল কিছু হবেই…
আমার জন্য একটু দোয়া করবেন…আপনাদের সবার জন্য শুভকামনা…

No comments

Powered by Blogger.