আমি কখনই চাইতাম না ঐশীর ফাঁসি হোক!

আমি কখনই চাইতাম না ঐশীর ফাঁসি হোক! কেন চাইব? বাবা মাকে খুন করেছে বলে?

আমি যদি বলি বাবা মাকে খুন করার আগে এই সমাজ তাকে নির্মম ভাবে খুন করেছে। খুবি কি ভুল বলে ফেলব?

১৪ বছর বয়স থেকেই ঐশী নানা ধরেনের ড্রাগ সেবন করত। কিভাবে আইনের চোখ এরিয়ে ১৪ বছর বয়সী একটা মেয়ের হাতে ইয়াবা, গাঁজা এই সব পৌঁছায়, সেটি একটি বিশাল আলোচনার বিষয়বস্তু হতে পারে তাহলে এই সমাজ-আইনশৃঙ্খলা বাহিনী কি এই খুনের জন্য বিন্দু মাত্র দাইয়ী নয়? শাস্তি কেন সে একা পাবে?

ফাঁসি হউয়া উচিত এই ঘুনে ধরা সমাজের,আইনের, আমাদের সেই পিতামাতার যারা আধুনিকতার ধূলী গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছে, সন্তানদের দিচ্ছে না পর্যাপ্ত সময়। যা তৈরি করছে ঐশীর মত খুনি।


চাই না আর কেউ ঐশী হয়ে উঠুক...............

No comments

Powered by Blogger.