আমাদের দেশপ্রেম কি শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ?
বাঙ্গালির দেশপ্রেম আজ শুধু ক্রিকেটেই
সীমাবদ্ধ। আমার দেশে যে এত বড় দুর্যোগ চলছে তা আমার অনেক বন্ধু , জুনিয়র সিনিয়এ এর ই অজানা।
অতিবৃষ্টির সঙ্গে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে
ছিন্নভিন্ন রাঙামাটির সবুজ জনপদ। পথে পথে ভেঙে পড়ে আছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। শহরের প্রধান সড়ক থেকে অলিগলির রাস্তায়
কেবল ধ্বংসস্তূপ। জমে আছে পাহাড়ধসের ধূসর মাটি। নিচে চাপা পড়েছে জীবন ও সম্পদ। ছোট
ছোট ঢিবির মতো রূপ নেওয়া এই মাটি সরিয়ে বের করে আনা হচ্ছে নারী-পুরুষ ও শিশুর
প্রাণহীন দেহ। লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে চলছে স্বজনদের আহাজারি, আর্তনাদ।
বাবা খুঁজছেন সন্তানের লাশ, স্বামী খুঁজছেন স্ত্রীর লাশ, ভাই খোঁজে বোনের লাশ, বড় ভাই খুঁজছেন ছোট ভাইয়ের লাশ।
গুটি কয়েক জন ছাড়া কাউকেই দেখলাম না ১২৯ জন
মানুষের জন্য সমবেদনা জানাতে, তাদের মাঝে ৪ জন সামরিক উচ্চপদস্থ সদস্য
আছেন।
এখন একটা প্রশ্ন আপনি করতেই পারেন ফেইসবুকে
সমবেদনা জানিয়ে কি লাভ?
এর উত্তর হল ...
...বাংলাদেশ টিম যখন সেমিতে উঠে সাথে সাথে
স্যাটাস দিচ্ছেন " হুররে আমরা সেমিতে" (আনন্দের ঠ্যালায় পোষ্ট)
...ইন্ডিয়াকে রেন্ডিয়া ডেকে শান্তি পাচ্ছেন
এই ফেইসবুকেই (ঘৃনার প্রকাশ)
...অসুস্থ হইলে ফেইসবুকেই পোষ্ট করছেন
"আল্লাহ আমাকে সুস্থ করে দাউ" (আল্লাহ ফেইসবুক চালায় কিনা কে জানে)
...রোজা আছেন সেটাও পোষ্ট করছেন ফেইসবুকেই
(শো অফ)
...GF বা BF এর ছ্যাকা
খেয়ে ব্যাকা হয়ে আছেন পোষ্ট মারছেন ফেইসবুকেই (কস্টের ঠ্যালা সইতে না পেরে পোষ্ট)
...দামি রেস্ট্রুডেন্টে খাইতে গেছেন খাউয়ার
আগে একটা পোষ্ট, খাউয়ার সময় একটা চেক ইন, খাউয়ার পর একটা শেষ ঢেকুড় তোলা সেলফি ( দেখ ব্যাটা আমি কত দামি জায়গায়
খাই)
...কুরবানির সময় দেখা যাবে গরু ছাগল মার্কা
পিক, তখন মানুষের মুখের চাইতে গরু ছাগলের মুখ বেশি দেখতে
পাউয়া যাবে
আরো আছে ঈদে কি কিনলাম, কয় টাকা যাকাত দিলাম,
সেলামি কত পেলাম, ইত্যাদি ইত্যাদি।
এত কিছু ফেইসবুকে সম্ভব হলে সমবেদনা জানাতে
অযুহাত ক্যান?
আসলে ফেইসবুক টাইমলাইন টা এখন প্রায় একটা
ডায়েরির মত আপনি কি নিয়ে ভাবছেন, আপনার চিন্তাভাবনা কি নিয়ে, আপনি কিসে দুঃখ পাচ্ছেন বা কিসে সুখ তারই বহিঃপ্রকাশ এই ফেইসবুক নামের
ওপেন সিক্রেট ডায়েরি টি।
হাসানুল হক মৃদুল
আইন অনুষদ, আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
2hmridul@gmail.com
No comments