প্লাস্টিক খেকো পোকা



মিলওয়ার্ম (mealworm) নামক এক প্রকারের গুবরের শুঁয়াপোকা স্টাইরোফোম জাতীয় প্লাস্টিক বেশ মজা করে খায়!

এই বিষয়টি পরিবেশের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন অনেকে। সম্প্রতি এই বিষয়ে দুটি গবেষনাপত্র Environmental Science & Technology জার্নালে প্রকাশিত হয়েছে।

প্লাস্টিক খেকো এবং সাধারণ খাবার খেকো পোকাগুলোর স্বাস্থ্যগত তেমন কোনো ভিন্নতাও পাওয়া যায় নি। স্টাইরোফোম জাতীয় বস্তুর যত্রতত্র ব্যবহার পরিবেশের জন্য আতঙ্কজনক হয়ে উঠেছিলো দীর্ঘ দিন থেকেই।

 এধরনের বস্তুর মাত্র ১০ শতাংশ পুনর্পক্রিয়াজাত করা হয়। তাই এধরনের পোকা ল্যান্ডফিল পদ্ধতিতে আবর্জনা ব্যবস্থাপনাজনিত পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা কমিয়ে আনতে পারে।

এসব পোকা ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর প্লাস্টিককে কম্পোস্টে পরিণত করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন গবেষকগণ।
সূত্র: bigganpotrika.com

No comments

Powered by Blogger.