ভালবাসি আম্মু
মা আর সন্তানের যে এক নাড়ীর টান থাকে তা আজ প্রমান পেলাম। ব্যাপার টা অদ্ভুত।
২৬/১০/২০১৬ তারিখ।
মাস শেষ, সেই সাথে মাসের হাত খরচ আগেই শেষ। পকেটে ছিল মাত্র ৭০ টাকা। ভেবেছিলাম এই দিয়েই মাস শেষ করব। কিন্তু এত কম টাকা হাতে রাখা বিপদজনক।
বিকেলের দিকে ভাবলাম আম্মুর কাছে ২০০ টা টাকা চাবো। কোন এক কারনে ব্যাস্ত হয়ে পরি তাই আর চাউয়া হল না।
সন্ধায় আম্মু ফোন দিল। কথা হল।
কিচ্ছুক্ষণ পর আম্মু আবার ফোন দিল। আমাকে অবাক করে দিয়ে বলল আমার কাছে টাকা আছে কি না!
উল্লেখ্য আগের দিন আব্বুকে দিয়ে জিজ্ঞেস করিয়েছিল টাকা আছে কি না। আমি পকেটে মাত্র ১০০ টাকা থাকা শর্তেও বললাম হ্যা আছে!
আমি তো অবাক হয়ে গেলাম! কি বলব ভাষা নাই। পর বললাম হ্যা লাগবে। বলল ৩০০ টাকা পাঠাবে।
আজ পাঠালো।
আসলেই টেলিকমিউনিকেশন বলে যে বিষয় টা আছে সেটা মিথ্যা না। খুব ভালবাসি আম্মু তোমাকে।
২৬/১০/২০১৬ তারিখ।
মাস শেষ, সেই সাথে মাসের হাত খরচ আগেই শেষ। পকেটে ছিল মাত্র ৭০ টাকা। ভেবেছিলাম এই দিয়েই মাস শেষ করব। কিন্তু এত কম টাকা হাতে রাখা বিপদজনক।
বিকেলের দিকে ভাবলাম আম্মুর কাছে ২০০ টা টাকা চাবো। কোন এক কারনে ব্যাস্ত হয়ে পরি তাই আর চাউয়া হল না।
সন্ধায় আম্মু ফোন দিল। কথা হল।
কিচ্ছুক্ষণ পর আম্মু আবার ফোন দিল। আমাকে অবাক করে দিয়ে বলল আমার কাছে টাকা আছে কি না!
উল্লেখ্য আগের দিন আব্বুকে দিয়ে জিজ্ঞেস করিয়েছিল টাকা আছে কি না। আমি পকেটে মাত্র ১০০ টাকা থাকা শর্তেও বললাম হ্যা আছে!
আমি তো অবাক হয়ে গেলাম! কি বলব ভাষা নাই। পর বললাম হ্যা লাগবে। বলল ৩০০ টাকা পাঠাবে।
আজ পাঠালো।
আসলেই টেলিকমিউনিকেশন বলে যে বিষয় টা আছে সেটা মিথ্যা না। খুব ভালবাসি আম্মু তোমাকে।
No comments