আজকের সারাদিন(০৮/০৮/২০১৬)



আজ কল্যাণপুর এর মেস থেকে আমার টেবিল, বেডিং,ফ্যান সহ ছোট-খাটো যা কিছু ছিল সব নিয়ে আসলাম। আমার সাথে না খেয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত সময় দিয়েছে বন্ধু পরশ। আপনজন যেখানে গুটিবাজি করেছে সেখানে পরশের মত বন্ধু পাউয়া কঠিন। ধন্যবাদ দিলে কম হয়ে যাবে।


দিনের শেষে ব্যাস্ততা কাটিয়ে ভেবেছিলাম একা একটা সেলফি তুলব
তুলতে তুলতে কই থেকে যে তিনজন হাজির
তুলতে না তুলতেই সবাই হাজির। এদিকে শাওর বাবাজির পোস ঠিক হয় নাই বলে পিক তুলতে তুলতেই থাম থাম বলে চিল্লানি শুরু।



যাক শেষমেষ দিনের শেষে একটা সফল সেলফি তুলতে সক্ষম হলাম :)




No comments

Powered by Blogger.