বাজেট ২০১৬-১৭

আজ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপিত হয়েছে। বাজেটের সময় হয়েছে—তা জনগণ বুঝতে পারে তাদের প্রাত্যহিক জীবনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে।

বাজেটের সময় ঘনিয়ে এলেই জিনিসপত্রের দাম বাড়ার খবর আসতে থাকে, নতুন নতুন করের খবরে এই দাম বাড়ে।

বিভিন্ন প্রতিষ্ঠানে বাজেট শেষ করার তাড়াহুড়ায় অপচয় হয়, বাজার চাঙা হয়। অর্থবছরের শেষ মাস জুন থাকায় এই সময়ে বৃষ্টি হয়, খানাখন্দে ভরা শহরে পানি জমে, তাড়াহুড়া করে সব প্রকল্প শেষ করতে অপচয় ও দুর্নীতির মহোৎসব শুরু হয় চারদিকে।

জুনের মধ্যে বিল তোলার তাড়ায় খোঁড়াখুঁড়ি ভয়ংকর আকার ধারণ করে। অতিষ্ঠ মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়।

পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশ জুলাই-জুন অর্থবছর ব্যবহার করে। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, ইরান, যুক্তরাজ্য, নেপালসহ বাকি সবাই নিজ দেশের পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থবছর নির্ধারণ করেছে।

আগেও বলেছি, এখনো বলি, বাংলাদেশের অর্থবছর জুলাই-জুন রাখার কোনো যুক্তি নেই, এটি অবিলম্বে বদলানো দরকার। বাংলাদেশের জন্য অর্থবছর হতে পারে জানুয়ারি-ডিসেম্বর অথবা বৈশাখ-চৈত্র ধরে এপ্রিল-মার্চ।

অর্থবছর বদলালেই অর্থনীতি বদলাবে না তা ঠিক, কিন্তু তা যৌক্তিক হবে, অপচয়–দুর্নীতির সুযোগ কিছু কমবে, মানুষের ভোগান্তিও কিছু কমবে।

____________________________
মো: হাসানুল হক (মৃদুল)
LL.B (অনার্স)
আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

No comments

Powered by Blogger.