মূর্খ আস্তিক VS যুক্তিবাদী মুক্তচিন্তক.....!!!
মূর্খ আস্তিক— সব কিছুই আল্লাহ বানাইছে।
যুক্তিবাদী মুক্তচিন্তক— তাহলে আল্লাহকে বানিয়েছে কে?
মূর্খ আস্তিক— আল্লাহকে কেউ বানায়নি, তিনি অনাদি-অনন্ত, তারে কারও সৃষ্টি করা লাগে না।
যুক্তিবাদী মুক্তচিন্তক— যত্তসব মূর্খের দল। আল্লাকে না বানালে সে কিভাবে অস্তিত্ব লাভ করে? আল্লাহ কি তাহলে একাকি সৃষ্টি হয়েছে? এসব অযৌক্তিক, অবৈজ্ঞানিক কথা-বার্তার কোন মূল্য আমাদের কাছে নেই।
মূর্খ আস্তিক— তাহলে পৃথিবী, মহাবিশ্ব ক্যামনে সৃষ্টি হইল?
যুক্তিবাদী মুক্তচিন্তক— কেন একাকি!!! শূন্য থেকে মহাবিশ্ব তৈরী হয়েছে!!!
একজন যুক্তিবাদী মানুষ তার সীমাবদ্ধ যুক্তিবোধ আর বিচার-বিশ্লেষণ দিয়ে যখন স্রষ্টাকে আস্বীকার করে, তখন সে যে নিজেই অযৌক্তিক, অবৈজ্ঞানিক বিশ্বাসের উপর ভর করে আছে সেটি হয়ত সে নিজেও টের পায় না। সে যে নিজেই স্রষ্টার এক অনবদ্য সৃষ্টি সেটি ভুলে যায়। মাতৃ-জরায়ূতে কোন এক মহান বিজ্ঞানী তাকে অতি যত্ন-সহকারে বানিয়েছেন, জীবনের মত অমূল্য জিনিস উপভোগ করার সুযোগ দিয়েছেন।
কোন কালে কোন মহা বিজ্ঞানী কাউকে জীবন দিতে পারেনি, পারবেও না। জীবন দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর।
যেদিন মানুষ মৃতকে জীবন দিতে পারবে- হয়ত সেদিন আমরা বলতে পারব – স্রষ্টার আর প্রয়োজন নেই, কিন্তু তার আগে নয়।
কোরানের ভাষায়–
إِنَّ اللَّهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَى يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ذَلِكُمُ اللَّهُ فَأَنَّى تُؤْفَكُونَ
''নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী; তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লাহ, অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?'' (সূরা আনাম-৯৫)
No comments