তনু হত্যার বিচার চাই......বিচার হতে হবে।
এই বুঝি আমাদের ডিজিটাল বাংলাদেশ। প্রশ্ন রইল জাতির কাছে ??
এই কেমন বর্বরতা ???
সোহাগী জাহান তনু , কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী । আর্থিক অস্বচ্ছতার কারণে সোহাগী অলিপুরেই এক বাসায় টেনশনি করতেন। ঊনিশ বছর বয়সী এই মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর হত্যার ঘটনা ঘটেছে খোদ সেনানিবাসে !!! কারো মুখে কোন উচ্চবাক্য নেই, বড় পত্রিকাতেও কিছু সংবাদ নেই, ক্যান্টনমেন্টের মতো স্থানে নিরাপদ নয়, ধর্ষণ করার পর হত্যা, এটি কি এতোই সহজ একটি ব্যপার ? একটি সমাজ, একটি রাষ্ট্র ঠিক কোন পর্যায়ে গেলে এ ধরনের ভয়ংকর জঘন্য অপরাধ গুলো ডাল ভাত হয়ে যায়, জানিনা । একটি দেশ চেতনার ব্যারোমিটারে পারদের উচ্চতা কতটা হাই থাকলে এইসব অপরাধী নিয়ে কথা বলা নিষেধ ? নাকি এই মেয়ে হিজাবী বলে কথা বলা যাবে না ?? সংখ্যালঘু কেউ হলে এতক্ষণে ফেইসবুক আর নিউজ পেপার গুলো প্রতিবাদের তুবড়ি ছুটিয়ে দিতো। সোহাগীকে নিয়ে কিছু নেই কেন ?? এই কিশোরী মেয়েটির জীবন কি জীবন না ?? তার কি স্বপ্ন ছিলো না ?? সুশীল সমাজ ও আম জনতা জবাব দেবেন কি ??
ক্ষমা করিস বোন ........
No comments