আমার ফেসবুকিও অভিজ্ঞতা ও ইতিহাস।
সেই ২০০৮ আট সালে সখের বসে ফেসবুকে আইডি খোলা।
তখন ফেইসবুকে এত অপশন ছিল না, এমনকি কমেন্ট করা যেত না!
তখন ইন্টারননেট এখনকার মত এভলেবল ছিল না। আর চেনা জানা কারো আইডি না থাকায় খুব বেশি ঢোকার দরকার হত না।
মনে পরে তখন রবি দিয়ে নেট চালাতাম। ২জি স্পিড এর ও সর্বনিম্ন কোয়ালিটি। রবিতে সপ্তাহে দুই দিন সম্ভবত শুক্রবার আর শনিবার ৮ টাকায় বিশ মেগা দিত!! সারা সপ্তাহের জমানো পিক এই দুই দিনে আপ দিতাম! হয়ত ৫ বা সাত টা পিক,সেটাই আপ দিতে দুই দিন লেগে যেত। পিক আপলোডেও সমস্যা ছিল কখনো হতো কখনো হত না।
এভাবে বছর দুই চললো। আস্তে আস্তে দেখলাম ফেবুতে চেনা মুখের সংখ্যা বাড়তে থাকলো। সে সময়টাতে ফেবু আইডি থাকা মানে সে ইন্টারনেট সম্পর্কে সব জানে..!!
রাস্তাঘাট এ দেখা হলে দৌড়ে এসে বলে ভাই আপনার ফেসবুক আইডি আছে না? আমারো আছে ফ্রেন্ড হইয়েন...... আচ্ছ বলে কেটে পরতাম।
তখনো মেয়ে আইডি নেই বললেই চলে। এরপর একটা সময় আসল যখন মেয়ে আইডি আসলো I mean মেয়েরা আইডি খোলা শুরু করলো, বেশিরভাগ প্রায় ৯৬% (২০১১-২০১৪) ছিল ফেক।
বাংলা চটির উদ্ভব সেই ৯/১০ সালের শুরুতেই। কিন্তু এর বিস্তার লাভ করে ১১ সালের পর থেকে। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য, তোমার বা আমার ফ্রেন্ডলিস্টে যত গুলা মেয়ে আছে তারা রাতের বেশিরভাগ সময় কাটায় চটি পেইজে...!
"১৩ সালের মাঝা মাঝি নামকরা এক হ্যাকিং গ্রুপের সাথে যোগ দিয়েছিলাম। তাদের প্রজেক্ট ছিল, নিজ নিজ এলাকার সন্দেহভাজন আইডি শনাক্ত করে সেগুলো ডি একটিভ করা। করলাম কিছুদিন। প্রায় সাড়ে ৫০০ আইডি হ্যাক করেছিলাম।
ফেসবুকের মাইরপ্যাচে পরে আইডিটা বন্ধ হয়ে যায় ২০১৩ এর শেষের দিকে, ততদিনে ফেবু অনেক এগিয়ে গেছে। ভাবলাম নিজের নামে আর আইডি খুলে কাজ নেই। তখন ঠিক করালাম "Master Mind" নাম দিব, নতুন আইডি খুলে ফেললাম।
এর পর বাংলা প্রচলন শুরু হলে নামটা বাংলায় কনভার্ট করলাম।
অনেক সাথে পরিচয় হয়েছে,অনেকের ভালবাসা পেয়েছি। এভাবেই চলছে ফেসবুকিয় জীবন.......
No comments